আমি এক জন মানুষ,  তাই সীমিত শক্তি ,
না আছে আমার একা পথ চলার সাহস,
না আছে আমার কাছে তোমার অতীতের স্মৃতি,
যে খুঁজে পাব, এই ভীরের মাঝে তোমাকেই।


আমার নেই তোমার মতো ঐশ্বরিক ক্ষমতা,
যে শক্তি দিয়ে ক্রমে তোমায় নিজের করে নেব
এই মনষ্যজাতীর বুকে। আর তোমার একটু নীরবতা,
আমার জীবনের হাজার ব্যর্থতা, তবু তোমায় খুঁজে যাব।


যদিও আমি তোমায় দেখতে পাইনা,
বুঝতে পারিনা তোমার মনের ভাষা এই হৃদয়ে
সত্য তুমি কি অদ্ভুত. আমার মাঝে তাইনা.?
বলোনা কোথায় গেলে তোমায় পাবো,কোন নিরালয়ে.?


আমার কাছে না আছে তোমার দেওয়া কোন রাস্তা,
না কোন নিশানা,  আমি তোমায় দেখতে চাই.!
শুধু একটি বার,  তুমি কি চাও আমার নিরবতা.?
তুমি কি চাও তোমার জীবন থেকে আমি হারিয়ে যাই।


যখন তুমি আমার ছায়া হয়ে দাড়িয়ে ছিলে
বুঝিনি তোমার অদৃশ্য ভালোবাসা, কিভাবে বুঝবো, তোমায় তো দেখিনি সেই রাতের আড়ালে।
পেয়েছিলাম অনুভবে তোমার শিহরণ স্পর্শ।


যদিও তোমায় দেখিনি তবু তোমায় ভুলতে পারিনি
কিভাবে ভুলবো এই মন থেকে.?
তুমি তো আমার ছোট্ট হৃদয়ে সেই অভাগীনি ।
সেই প্রথম অদৃশ্য প্রেম, পেয়েছি তোমায় অনুভবে।


শুধু একটি বার দেখতে চাই তোমাকে ,
আজ আর ফিরে যেও না,  তুমি তো সবি পারো।
তুমি তো অনেক ভালোবাসো আমাকে,
তাহলে কেন.? আমি চাইনা তোমায় ছাড়া আর কারো।


আজ আমি মানুষ তাই তোমার সমতুল্য নয়,
কিন্তু  অনেক স্পষ্ট,পবিত্র আমার ভালোবাসা।
হয়তো তুমি পরী,  তবুও উন্মাদ তোমার ভালোবাসায়।
আজ  চেয়েছি তোমায়,আর কিছু স্বল্প আশা।


তুমি ফিরিয়ে দেবে একটি বার বল.?
কি হল নিরব কেন.?
শুধু একটি বার
তোমায় দুচোখ ভরে দেখতে পাই যেন।


আজও মনে পরে সেই পথ চলা একই সাথে ,
তোমায় না দেখে তোমায় অনুভব করা,
আজও চলি,  আজও পাই  তোমায় অনুভবে,
তবুও তোমায় দেখতে চাই, অনুভবে ছাড়া।


তুমি আমার জীবনে কেন এসেছিলে পরী হয়ে.?
নিয়তি কি এই ভাবে লিখে ছিলো তোমায়,
অদৃশ্য মায়ার প্রদীপ হয়ে আসতে আমার হৃদয়ে।
আজও অস্পষ্ট তুমি, তাই তোমায় মন দেখতে চায়।
...  ........ .... ...  .. .... ... .time 11.30PM .Date 16/12/17


এটা আমার জীবনের বাস্তব কবিতা।।। ..Sumon.Dhali.