```````````````````````````````````
আজি হতে একশত বর্ষ পরে
কোন এক কবি কি পড়বে আমার এ কবিতা মনোযোগ সহকারে-
আজি হতে একশত বর্ষ পরে।
আজ এই নব বসন্তের সকালে লিখছি আমি যে কবিতা আনন্দ সহকারে।


আজিকার লিখা কবিতা গল্প কোন গান,
লাগবে কি তোমাদের ভালো,
হয়তো রচিতে পারছি না,
আমরা তোমাদের মতন করে।


আজি হতে একশত বর্ষ পরে
এ কবিতা কেহ যদি পড়ে।
তবু লিখে যায় কবিতা আমারি মনের মাধুরী জড়ায়ে-
কোন এক  নির্জনে একাকি বসে আপন মনে।


ভেবে দেখ একবার হে কবি-
আজি হতে একশত বর্ষ আগে
তোমারি মতো কোন এক কবি লেখে ছিল কল্পনার আবগাহে।


সুখ, দুঃখ ব্যথা আরও যে কত কথা
কবিতায় উঠেছিল ফুটে,
তখনও তাহার ধর্য্য নাহি টুটে।


একান্ত মনে কোন এক আনন্দ ঘনখনে
তোমাদের লাগি উজার করে লিখেছে লিখনি
মনের কল্পনার রংঙে রাঙ্গিয়ে।


আজ হতে একশব বর্ষ আগে
কত না কথার মালায় লেখেছে কত অনুরাগে
উদার মনে বসে কোন খানে,
একাকী কাটিয়েছে কত না রজনী।


আজি হতে একশত বর্ষ পরে
ঝংকার দিয়ে যেন উঠে সকলের মনে
শিহরন যেন জাগে হৃদয় গগনে।
আজি হতে শত বর্ষ পরে।


"""""""""""""""""""""""""""""""""
রচনাকাল- ০৭/০৩/১৮