*************************
ভাংরে আবার ভাং গড়াদ খানা
আন্দোলনে যাওয়ার নেইতো মানা
খাদ্য বস্ত শিক্ষা চিকিৎসা বাসস্থান
নিশ্চয়তা ছিনিয়ে নিতে আন্দোলনে নাম।
কোথায় বাংলার দামাল ছেলের দল
বাক স্বাধীনতা নিয়েছে কেরে স্বদেশী নেকরের দল,
চলরে তোরা আন্দোলনে আবার যাবি চল।
বাহান্নর ওই আন্দোলনে মায়ের ভাষা ছিনিয়ে এনে
উনসত্তুরের গন অভ্যুত্থান। সত্তুরের নির্বাচনে রাষ্ট্র হলো পর।
একাত্তরে যুদ্ধ করে স্বাধীনতা এনেছি কেরে,
এমনি করে সমাজটারে স্বাধীন আবার কর।
মুখ লুকিয়ে থাকিস নাকো দামাল ছেলের দল।
আবার তোরা আন্দোলনে চলরে এবার চল।
শিক্ষা শান্তি প্রগতিতে দেশ বাসীকে
রাখলো বেঁধে করছে শুধু ছল,
চলরে তোরা আন্দোলনে আবার যাবি চল।
বাংলা মায়ের দামাল ছেলের দল
আজকে তোরা কোথায় ওরে বল,
দেশের প্রেমে মায়ের টনে
জীবন দানে করিস নিতো ছল।
নামিস যদি আন্দোলনে হবেই হবে জয়,
ওরে তোরা বলনা কেন আজকে কিসের ভয়।
ধনী গরিব ভাং ভেদা ভেদ-
নেই কি তোদের মনেতে জেদ
বুক ফুলিয়ে আওয়াজ তুলে বল
চলরে তোরা আন্দোলনে আবার তোরা চল।
দেশ মাতৃকার প্রয়োজনে চলরে তোরা আন্দোলনে,
আবার তোরা চল।


১৬/০৬/১৮