~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একুশের কাঁন্না কেউতো শুনছে না,
বলছে ডেকে মাযে, ওরে মোর সন্তান।
কেন আজ, কিসেন জন্য যুদ্ধ করে,
ভেঙ্গে করছো মোর হৃদয় খান খান।


রাষ্ট ভাষা বাংলা চাই, শ্লোগান দিয়ে,
অধিকার তো সেই দিন আনলে যে কেরে।
সালাম, রফিক জব্বার আরও কত জন,
রাজ পথের শ্লোগানে তারা দিয়েছে জীবন।


তবে কেন আজ ওরে, মিলে সকলে,
বুক থেকে আবারও রক্ত ঝড়ালে।
সময়ের ডাক ওরে, পরেছিল যখন,
ছুটে এসে রক্ত যে, দিয়ে গেছে তখন।


সেই দিন যারা ওরে, করে গেল ঋনী,
আমরা তো তাদের ভুলবো না কোন দিনি।


"""""""""""""""""""""""""""""""""
রচনাকাল-০৭/০২/২০১৮