""""""""""""""""""""""""""""""""""""
পথের মানুষ হয়ে আজ মোরা
খুজছি পথের শেষ ঠিকানা,
গন্তব্য স্থান কার যে কোথায়,
তাতো মোদের নাই জানা।


পথে থেকেই পথের মাঝেতে
চলিয়াছ দিবা নিশি,
আশা গুলো যেন ক্রমশ মোদের
হচ্ছে যেন বাসি।


কোন দিন যদি পথ হারিয়ে
যায় যদি চলা থেমে,
পথের পথিক হয়ে সকলেই
যাব সবে ধুলায় নেমে।


পথ থেকে আজ পথই হলো
আমাদের ঠিকানা,
কোন পথে গেলে মুক্তি পাব
কেমনে যাবেরে জানা।


হাজার পথে চলছে মানুষ
পথের নেইতো শেষ,
সঠিক পথেই চললে সবাই
তবেই পাবেযে বেহেশত।


ইসলাম সেতো পরশ মনি
তারে কে পেয়েছে খুজি,
যেজন পেয়েছে সেজন হয়েছে
তাঁর জীবনে চির সুখি।


""""""""""""""""""""""""""""""""
১০ জুন ২০১৮ খ্রিঃ, ২৭ জ্যৈষ্ঠ ১৪২৫ বঙ্গাব্দ, ২৫ রমজান ১৪৩৯ হিজরী,
রবিবার, বিকাল ৪ টা। নিজ বাসভবন