আল্লাহতে শরিক শিশু হত্যা আরও যে কত অন্যায়
গোটা পৃথিবী কালো মেঘে সেদিন ডেকে গিয়েছিল ঠায়।


অন্ধকারে ডুবে আবর বাসিরা হাবুডুবু খেয়েছে সেদিন
এমনি সময় আমিনার কোলেতে জন্মিল রাসুল আল্লাহ'র।


শান্তির সু-বাতাস বহিতে লাগিন গোটা বিশ্বময়
সেই দিন থেকে সত্য মিথ্যার লড়াই শুরু যে হয়।


ভুলে সব ভ্রান্তি দুনিয়াতে শান্তি আনিল যে ইসলামী বানী,
সেদিন হইতে উচ্চ আসনে বসিল যে ধর্ম ইসলাম জানি।


ইসলামী খেলাফত কায়েম করিয়া শান্তি আনিলো যারা,
শত আঘাতেও শান্তির বানী প্রচারে
পিছুপা হয়নি তারা।


ইসলাম সেতো পরশ মনি তারেকে পেয়েছে খুঁজি
যে জন পেয়েছে সে জন করেছে পরজন্মের পুঁজি।


এক আল্লাহতে বিশ্বাসী যারা ধারিল কুরআন খানি
এ যুগের মানুষ সেই ইসলামকে কতজনই বা মানি।


আমির গরীব, উঁচু নিচুতে ভেদাভেদ দিল যে ঘুছায়ে
তপ্ত ধরনী করিতে শীতল প্রচারিল শান্তির বানী।


নারী পুরুষের সমঅধিকার প্রথম দিল যে আনি
শান্তির দুয়ার দিয়াছে যে খুলে আয়না সকলে মানি।


---------------------------
০১ জানুয়ারি ২০১৮
১৮ পৌষ ১৪২৪