তুমি রবেগো রবে চিরদিনি
মোর সুখ সৃতিতে,
তুমি রবে মোর মনস্মরণে
এই সুরভী রজনীতে।
তোমায় না ভুলিবো কোনদিন
তবু দূরে চলে যাব,
কাছে না রবে মোর
তবু পাশে যেন পাব।
এ কেমন মন বাসনা!
তবু কেন মিছে এই যাতনা।
আপনারে যত লাগে ভাল
করিতে আপন-
তার চেয়ে লাগে ভাল
কাছে পেয়ে করি দূরিপন।
তবু যেন রয়ে যায় চির চেনা মুখ
ভাষায় না পারি যেন মুছিতে সে দুঃখ।
কখনো নিজের ছলে
কখনোবা আপনা বলে
নিজেরে বোঝাই,
তবু যেন মন মোর
কি যেন বিষাদে ঘোর
পরে পরে কেবলি
ঘর কোনে নেয় ঠাই।
বলি কি আপন মাঝে
নিজেরে এমন সাঁজে
দেখিনিতো কোনোদিন,
বিদিশা এমন তৃষা
মণে কেবলি জাগে নিশা
নাহি পেলে দিশা অবলীণ।
কোথায় গেলে পাবো রোজ
জীবনের সকল খোঁজ
সব সাধনার পরিতৃপ্তি-
আপনারে হারাবার এ দরুন দুঃখ
যেন বিধাতার কোণো এক করুণ সৃষ্টি।
এই ভেবে মনো মাঝে দিই সান্ত্বনা
তবু এ কেমণি বিষাধ আরাধনা!
যাহারে ভুলিবার এতো মনোমাতা
তাহারি স্মরণে কেণো বারে বার ফিরে আসা!
তবে এই বুঝি লিখা ছিল
বিধাতার ছলে-
তবু কেন এই মণ আপনারে বলে?
আপনারে দাও দূরে
করিতে আপন......।।