আজ থেমে গেছি | ডানদিকে বেঁকে যাওয়া পথ
অতল সমূদ্রে নিয়ে যায় | বিষাক্ত নীলজল | ডুবে যেতে
ভয় পাই | বাঁদিকে আরেক পথ নিয়ে গেছে
নাম-না-জানা কষাই পাড়ায় | থেমে যাই | রক্তে আমার
ভীষণ ভয় | পিছনে ফিরে লাভ নেই | সবেই এসেছি উঠে
কোকেনের টেবিল থেকে | ঘোর ঘোর লাগে বেশ, তবুও
ভয় হয় | সামনে যাই ? ওদিকে দাঁড়িয়ে আছে মানুষ…
ভালোবাসা | প্রবঞ্চনা | হতাশা | সবশেষে ঘৃণা |
সামনে এগিয়েছি যত তিলে তিলে ফুরিয়েছে প্রাণ |
এখানেই থেমে যাই | মূর্তিপ্রায় | ক্ষয়ে ক্ষয়ে হোক অবসান