উৎসর্গ: আজকে, যে মানুষটিকে চিরতরে হারালাম...


জীবন্ত আগুনের গলিপথ!
দাম্ভিক, অপরাজেয়;-
পার্শ্ববর্তী নয়ানজুলিতে কালো রঙের কী যেন ভাসছে?
লালচে পাঁকের সাথে মিশছে না ঠিক।


নত ভাস্কর্যের ধুলোয় সৃষ্ট ধোঁয়াশা!
যতই এগোনো যায়, ততই অপরিচিত মুখগুলো পরিচিত হয়ে ওঠে;
এখন আমি দাঁড়িয়ে বিশ্বের সবচেয়ে বৃহৎ মিলন মেলায়,
যেখানে সবাই আমার আত্মীয়।


- খেয়েছিস?
- এ তো বিলাসিতার প্রশ্ন!
- ঘুমিয়েছিস?
- ঠিক মনে পড়ছে না। তবে, বাকিদের জাগানোর চেষ্টা করছি খুব।
- কেন?
- ওরা প্রয়োজনের তুলনায় একটু বেশিই ঘুমাচ্ছে।


আজ আকাশে আনন্দে আটখানা হয়ে যাওয়া চাঁদ!
মনে হচ্ছে, খুব যত্ন করে কেউ একজন টুকরোগুলো জোড়া লাগিয়েছে:
ছাতিম ফুলের বদলে বারুদের গন্ধে নেশা করছে সবাই,
পরিকল্পনাহীন জীবনচরিতের জলছবিরা রঙ বদলাচ্ছে ক্রমাগত।