আমি একটা আকাশ চাই,
যে আকাশ আমাকে বৃষ্টির গান শোনাবে
আর আমি উড়ে বেড়াবো মেঘের সাথে ।


আমি একটা নদী চাই,
যে নদীর বুকে সাঁতরে বেড়াবে একজোড়া শ্বেত হংস,
আর আমি তাদের মন মাতানো উচ্ছ্বাস উপভোগ করব।


আমি একটা পাহাড়ের সন্ধান করছি,
যে পাহাড় আমায় শিখাবে বাঁচতে
আর ঠাই হয়ে দাঁড়াতে ।


আমার চাওয়া আর পাওয়ার মাঝে হয়ত কোন মিল নেই,
আমি চাঁদকে চাই
কিন্তু চাঁদ আমাই দূর থেকে একটু আলো দেখাই ।
তবুও আমার চাওয়া গুলো রঙিন
আর ভাবনা গুলো স্বাধীন......।