দূর পাহাড় দেশে
যাচ্ছি মেঘেদের নিমন্ত্রণে ।
হয়তো আমি একা,
তবুও সঙ্গী রাতের নিরবতা ।
যেখানে ভয়ংকর সৌন্দর্য
হার মানে জ্যোৎস্নার কাছে ,
সন্ধি হয় ভর
আর কুয়াশা ভেজা ঘাসের সাথে ।
হেটে যাবো মহাকালের প্রান্তরে ,
সাত রঙা স্বপনেরা যেখানে উড়ে বেড়ায়
প্রজাপতির পাখায় চড়ে ।
এ ভ্রমণ হারিয়ে যেতে নয় ,
কষ্টকে দূরে ঠেলে সুখগুলো
ফিরে পাবার নেশায় ।
কোন এক প্রান্তে কোন একদিন
সুনিশ্চিত জয়ের আশায় ।