বায়ান্নর ভাষা আন্দোলনে ছিলাম না আমি
তবু চোখের সামনে ভেসে উঠে সেই রক্তাক্ত রাজপথ,
একাত্তরের যুদ্ধও করিনি আমি
তবুও শুনতে পাই দেশ মুক্ত করার সেই তীব্র শপথ ।
চোখের সামনে ভেসে উঠে সেই দৃশ্য-
যেখানে ছেলে যাচ্ছে যুদ্ধে কাধেঁ রাইফেল শত্রু হননের আগুন চোখে,
বলছে মাকে- দেশকে করবো মুক্ত যতক্ষন দেহে প্রাণ আছে ।
মা তুমি শুধু দুআ করো -
বৃথা যায়নি মায়ের সে দুআ পেয়েছিলাম স্বাধীনতা
তবু কেন আজ আমার হৃদয় মানছে না সে কথা।
কেন আজও এত অরাজকতা এত অশান্তি,
কেন এত মতভেদ এত বিভ্রান্তি।
কেন আজও অনাহারে ঘুমায় শত পথচারী,
কেন আজও গলায় দড়ি দিয়ে মরে অসংখ্য অবলা নারী।
দেখে শুনে সব দিক আমার বিবেক যে দেয় নাড়া
স্বপ্ন পূরণ হয়নি তাঁদের ৭১ এ জীবন দিয়েছে যাঁরা।
হয়নি এখনও বাঙ্গালির সেই এক জাতি এক দেশ
তোমার আমার সবার প্রিয় সেই সোনার বাংলাদেশ।