অনেক ভেবে ঠিক করলাম মেঘই হব
তুই ডাকলেই অঝোর ধারায় ভালোবাসা হয়ে ঝরবো।
মন খারাপের দিনে কালো হব
গুড়ুগুড়ু ডাকে শুনাবো গান।
তোর কান্না পেলে বৃষ্টি হব
আদর হয়ে গায়ে মেখে করাব সুখস্নান।
যদি চাস দিতে দুঃখ নদী পারি,
আমার হালকা হাওয়ায় ভাসিস।
মন চাইলে নীল ক্যানভাসে,
ধুসর প্রেমের ছবিও আঁকিস।
যদি তোকে কেউ আঘাত করে শোকে করে কাতর
আমায় বলিস।
তুই চাইলেই প্রতিবাদ হব
ছুড়ব শিলার পাথর।
ভাবিস না তুই তোর কাছে আমি কিছু চাই
ভবঘুরে আমি।
আকাশ আর তোর মাঝখানে আমার ঠাঁই।