অনেক দিন হয় কবিতা লিখি না
অনেক দিন হয় চিঠি লিখিনা।
প্রায় দু'মাস হয় হয়ে গেল; বয়ে গেল।
কলম ঠিকি টানি কিন্তু
দুই লাইন হয়, তিন লাইন হয়
আর চিঠি গুলো হয় চিরকুট।


কবিতা সুন্দর
কবিতা কোমল
আবার কবিতা লিখব
তোমার জন্য কবিতা লিখব।


যারা স্বপ্ন ছুঁবে তাদের কবিতা
যারা মিথ্যুক তাদের কবিতা
বিরাট গরু-ছাগলের হাটের কবিতা।


কবিতাকে ভালোবাসি।
আপাতত কবিতাকে ভালোবাসুন
ববিতা কে নয়! ববিতার অনেক আছে ;
কবিতার নেই। সে সত্যিই একা
কেউই তার প্রেমিক নই!


কবিতা একা
তুমি একা
তোমরা একা
বৃথাই ভাবি আমরা দোকা অথবা তোকা চোকা পোকা ....
________
তাংঃ- ২২শে ভাদ্র ১৪২১
ঢাকা শহর।