ইচ্ছা গুলি শিকোয় তোলা থাক।


সহসা মাথার উপর
শুয়োর উড়ে গেলেও অবাক না হই।
নিজ হাতে নষ্ট করা সম্ভাবনা
ভেবে বিষাক্ত নিঃশ্বাস না ফেলা থাক।
এখন আমার হাতে আর কোন সময় নেই।
দুঃখ করার খেলনা গুলির-
চাবি ভেঙ্গে ফেলে, আমি আজ মৃত কবিতায়।


শীতের সন্ধ্যা দেখে খালি মৃত্যু স্মরণ হয়।


১০ই অগ্রহায়ণ ১৪২৫।
মিরপুর, ঢাকা।