হয়ে যাক যত কিছুই ,আমি চোখ খুলবোনা
দৃষ্টি যায়ে যদি যাক আমি তবু দেখবোনা
রোজ কতো মানুষ মরে তার পাশে বাজি পোড়ে
রোজ কতো দূর্ঘটনা মিডিয়ার কতো রটনা
সাধারণ কতো অসহায়ে দাদা দের নবাবি চালে
তবু আমি ঘুমিয়ে থাকি শান্তির আস্তাবলে
লাল নীল স্বপ্ন দেখি সব যাক রসাতলে


হয়ে যাক যত কিছুই , আমি কিছু শুনবোনা
শব্দ যতই ডাকুক আমি কান পাতবোনা
মেশাচ্ছে শব্দ দূষণ হাওয়ায়ে প্রতি মূহুর্তে
অকথ্য ভাষার ধোঁয়া কিম্বা
ধোঁয়া যন্ত্রতে
প্রতিবাদ ধান্দা করে , নিশ্চুপ গুমরে মরে
তবু আমি বধির থাকি ,কালো কাঁচে শব্দ ঢাকি
রেডিও মির্চি শুনে প্রাণে খুশির আমেজ আঁকি


হয়ে যাক যত কিছুই, আমি কিছু বলবোনা
বিবেক টা উস্কানি দিক আমি মুখ খুলবোনা
বৃদ্ধ কে ধাক্কা মারুক ,মেয়েদের আঁচল টানুক
বাচ্ছা চোর কে বেঁধে পিটিয়ে মারুক খেলার ছলে
ঘুষ খাক ,পায়েরা ওড়াক , অনিশ্চিতের দোলায়ে দোলাক
তবু আমি নিরব থাকি , শীততাপে আগুন ঢাকি
মার্জিত ব্যাক্তিত্তের খোলশ পরি অবহেলে


গান্ধির তিন বাঁদরে জড়িয়েছে কি নাগপাশে
মুক্তির নেই তো উপায়ে চামড়া বাঁচাই প্রতি শ্বাসে
চোখ কান মুখের আমার নেই প্রয়োজন সভ্য দেশে
মুঠো করে হাতটা যদি তুলতে পারি দিনের শেষে