তোর বাতিলের খাতার পাতায় এমনিতে আছি সুখে,
চাপা দিয়ে ছাই,আগুন নেভাই, যন্ত্রনাদের মুখে।
পুড়েও পোড়ে না যন্ত্রণাগুলো, জেগে ওঠে বারেবারে-
চাওয়া পাওয়ার অগোছালো হিসেব ধরা দেয় না তারে।
তোর স্বপ্নের রাজপুত্রকে আসতে দেব বলে-
আমার দেখা রাজকন্যার স্বপ্ন দিয়েছি জলে।।
ভুলখানা ছিল- পারিনি বুঝতে,চাইছিস তুই কাকে-
নিজের আবেগ  শেষ করি তাই ডায়েরীর ফাঁকে ফাকে।
একা একা তাই বেশ যায় চলে- দিন গিয়ে ফেরে দিন
যন্ত্রনা বাঁচে-তাই সব হারিয়ে মানুষ হয় না হীন।
ক্ষতের আঘাতে গভীর হয়ে ক্ষত-মৃত্যুও যদি আসে,
থাকবে খোদাই- তোর নামখানা- হৃৎপিণ্ডের পাশে।