প্রতিদিন আমি ভাবি
আজ প্রচুর কাজ, বাকি টা কাল হবে।
ভাবি ঘুম থেকে উঠে শুনব পাখির ডাক
অবহেলায় তা কানে আসে আলো মেখে,
তবে ঘুমাব বলে চোখ বোজার মুহূর্তে।


University এর পথে ছাল ওঠা কুকুরটাকে
দেখে ভাবি আজ একটু খেতে দেব;
কিন্তু আজ যে প্রচুর কাজ, থাক কাল হবে।  
Lab এ গিয়ে প্রতিদিন আমি ভাবি
সুচরিতা কে বলব oiling টা ছাড়াও তো
professorদের সাথে ভালো সম্পর্ক
রাখা যেতেই পারে, তাই নয় কি?
কিন্তু আজ যে প্রচুর কাজ, থাক বরং কাল বলব।


প্রতিদিন আমি ভাবি
আজ দুপুরে চাল ডাল কিছু সিদ্ধ দিয়ে নিব
কিন্তু table এ বসে খাবার বলে
নিজেকে যুক্তি দেই………
আজ যে অনেক কাজ, থাক কাল নিজে রাঁধব।


সন্ধ্যায় office ফেরত বদ্ধ যান্ত্রিক corporate
সমবয়সী বন্ধুটাকে আমি বলব ভাবি
চেনা মানুষটাকে আর খুঁজে পাই না রে,
একটা সন্ধ্যায় পরিচিত বন্ধুটাকে
আমায় ফেরত দিবি?
না থাক, আজ যে আমার অনেক কাজ।


বাতাসে যেন সাদা মেঘ
আর আকাশে মুক্ত অক্সিজেন;
দিনের আলোয় হোক বা অন্ধকার রাতে
নিজেকে খোঁজার চেয়ে বড়ো কাজ
কে কবে করেছে, এই ভাবতে ভাবতে
শেষ সিগারেট টা commode এ flush করে
আবার আমি ভাবি
আজও বেশি হয়ে গেল, কাল থেকে কমিয়ে দিব।।