সময়টা কখন যে আমায় পেছনে ফেলে দিয়েছে -
ফিরে দেখি কিছু স্মৃতি আর অভিমান পড়ে আছে,
ঘুড়িটা কখন যে সুতো কেটে উড়ে গেছে
বুঝতেই পারিনি-
লাটাই হাতে বসে আছি - তোর ফেরার অপেক্ষায়!


ট্রামে বাসের জানালার ফাঁক দিয়ে
তাকিয়ে থাকি দূরে আনমনে,
সিমান্তে অস্পষ্ট গাছ গুলি মিশে যায়
সন্ধ্যার আঁধারে পাখিরা ফেরে বাসায়-
ভেসে যাওয়া মেঘেদের মুখে খুঁজে ফিরি তোকে!


হাজার কাজের ভিড় থেকে নিজেকে
মনে হয় নিয়ে যাই অনেক দূরে
চেনা মানুষ গুলোর কাছে অচেনা হতে ইচ্ছে করে,
কুয়াশায় ঢেকে অস্পষ্ট ইচ্ছেগুলো
মাকড়সার জালে ছটফট করছে
ইচ্ছেও করে না বেরিয়ে আসতে-
মনে হয় সব শুষে নিয়ে শেষ করে দিক!
আর আমি তোর পথ চেয়ে বসে-
কখন আসবি তুই হাতটা ধরতে!