শহরের কালো ধূলি মাখা পথে
শুধু আমি ছাড়া সবাই ব্যাস্ত
ওরা আমাকে ফেলে ছুটে যায়
শুধু আমি পারি না!
ফুটন্ত চায়ের কেটলির ধোঁয়ায়
খুঁজতে থাকি তোকে-
এক দৃষ্টিতে
ভাবি-
আলাদিনের জিনের মত যদি একবার
সত্যি সামনে এসে দাঁড়াতিস!


কথা ছিল তোর পক্ষীরাজে চড়াবি,
শহরের সীমান্ত ছাড়িয়ে অনেক দূর-
রামধনুর দেশে মেলে দেবো ডানা
স্বপ্নের রেনু গুলো গায়ে মেখে
শুধু একবার ছুঁয়ে দেবো তোকে!


কথা ছিল জীবনের শেষ বসন্তে
দুনে মেলাবো হাত
ভালোবাসার বর্ষায় ভিজে গেছে সব
তারপর একদিন হালকা শীতের উষ্ণতা
আরও কাছে এনেছিল তোকে,
শরত এল, ফুল ফুটল-
কিন্তু কি জানি কার অভিশাপে
অসময়ে ঝরে গেল সব
বসন্ত এল শুধু তুই এলি না!