ভেবেছিলাম তুই গাছ হবি
আর আমি তার ছায়া
কিংবা পাখী হয়ে বাসা বাধবো ডালে-
কিন্তু কখন যে মাটি হয়ে গেছি!
তোর স্মৃতির শিকড় গুলো অক্টোপাশের মত
আস্টে পিষ্টে জড়িয়ে
একটু একটু করে শোষণ করছে!


ভেবেছিলাম তুই শান্ত নদী হবি
আর আমি তার মাঝি-
জোসনা রাতে আলতো আদরে
দাঁড় বেয়ে যাবো তোর বুকে!
কিন্তু কেন যে তুই উত্তাল তরঙ্গ হলি-
ছিঁড়ে গেল পাল
ভাঙা দাঁড় নিয়ে মাঝপথে দিশাহীন,
নৌকা ডুবির অপেক্ষায়-


ভেবেছিলাম ক্যানভাস হয়ে
তোর নরম তুলির টানে রঙিন হবো!
কিন্তু তোর ঘৃণার ছুরির আঘাতে
ক্ষত বিক্ষত ক্যানভাসটা
ভিজে লাল হয়ে গেছে!


ভেবেছিলাম তুই বৃষ্টি হবি
জানালার ধারে কান পেতে শুনবো তোকে-
বৃষ্টি তো হলি না!
তোর কথাগুলো শুকনো বজ্র হয়ে
আজও বর্ষিত হয় কানে-


তবু ভুলিনি তোকে
তুই আছিস
থেকে যাবি চিরকাল এমনিভাবে!!