শরতের শুকানো ঝরা পাতার মত
ঝড়ো বাতাসে উড়ে চলেছি -
কখনো আছড়ে পড়েছি কঠিন পাথরে,
এক প্রান্ত থেকে আর এক প্রান্তে!
ইচ্ছে আর অনিচ্ছের মাঝে
ঘড়ির কাঁটার মত টিক টিক করে চলেছি,
ক্লান্ত কিন্তু বিশ্রামের অবকাশ নেই!


কতবার ভেবেছি -
কল্পনার রঙে আকাঁ রামধনুতে
স্বপ্নের ভেলা নিয়ে ভেসে যাই দূরে কোথাও
তোমার থেকে অনেক দূরে!
কিন্তু পারি কই!


ইচ্ছে করে সব ব্যস্ততা থেকে
নিজেকে সরিয়ে নিই অনেক দূরে,
কাটিয়ে দিই অনেকটা সময়
তোমার সাথে,
অলিক অবান্তর অর্থহীন কথায়,
জানি হয়তো সে ইচ্ছেটা তোমারও আছে!


পাশে বসার সাহস হয়নি কখনো
জানিনা সেটা কিসের প্রভেদ-
লজ্জ্বা ভয় নাকি লোকচক্ষুর!
এ যেন চুম্বকের সমমেরুর খেলা
কাছে আস্তেই দেয় না,
দূরত্বকে আপন করে নিতে বলে-
খুশীর জোয়ারে ছোট্টো নৌকা হয়ে
ভেসে যেতে ইচ্ছে করে,
মনের কারাগারে বন্ধি ইচ্ছে গুলো
অনবরত স্বাধীনতা খোঁজে-


তোমার অভিযোগের তীরগুলো
একে একে বিদ্ধ করে আমাকে,
বন্ধু আসবে বন্ধুর কাছে-
সেই স্বাভাবিক নিয়মটা ওদের কাছে
কেমন যেন একটা জটিল অঙ্ক,
তোমার পাঠানো এস এম এস গুলো
পড়তে হয় গোপনে
সম্মুখে আনতে ভয় হয়-
জানি না কেন!
হয়তো সভ্যতার আধুনিকতায় পিছিয়ে পড়া
এক অভদ্র মানুষ-
কারো প্রশ্নের উত্তরও দিতে পারি না,
মনের গভীরে অন্ধকারে ঢাকা ইচ্ছে গুলো
তাই বন্ধি হয়েই থাক!!