আবার কবে নতুন সূর্য উঠবে মোদের দেশে,
আবার কবে নতুন শিশু ভরাবে শুধুই হেঁসে!
আবার কবে দেখবো মোরা সেই আলোরই ছায়া
ভায়ের মায়ের মধ্যে থাকবে- শুধুই স্নেহ মায়া,
আবার কবে দেখবো মোরা নতুন পৃথিবী
যেখানেতে উঠবে নেচে সমীর জলধি!
আকাশ বাতাস আনন্দেতে বাঁধবে নতুন সুর
কানন গিরি নতুন পুষ্পে হবে ভরপুর!
আবার কবে দেখবো মোরা ভাইয়ে ভাইয়ে স্নেহ,
একজাতি মোরা এক প্রান হয়ে ভিন্ন হবো না কেহ!
আবার কবে রচিত হবে নতুন আভিধান-
ধনী গরিবের মধ্যে কোন থাকবে না ব্যবধান!
আবার কবে শান্তির পাখী উড়বে নীলাকাশে
নবীন কুঁড়ি ফুটবে কবে ছোট্ট ঘাসে ঘাসে!
আবার কবে আসবে ফিরে নেতাজি-রবি-রাম,
কৃষকেরা কবে ফিরে পাবে তাদের শ্রমের দাম!
আবার কবে প্রতিটি মানুষ ফেলবে স্বস্তির নিঃশ্বাস,
আবার কবে উঠবে গড়ে মানুষের মাঝে বিশ্বাস!
কবে আবার দাঙ্গা বিদ্বেষ দূর হবে সমাজ থেকে
আবার কবে পৃথিবীটা চীর শান্তিতে যাবে ঢেকে?