তুমি কবির অকল্পনীয় কবিতা
নতুন করে তোমাকে সৃষ্টি-
তাও কি সম্ভব ?
তুমি শাশ্বত -
তুমি চিরন্তন -
তুমি চিরকালের -
কল্পনার জগতে প্রস্ফুটিত প্রথম ফুল তুমি,
তুমি উনবিংশ থেকে একবিংশ
পৃথিবীর সৃষ্টি থেকে ধ্বংশ !
শতাব্দীর হাত ধরে হয়তো এগিয়ে চলবে
আরও বহু পথ -।
আজ সংগ্রামের নতুন নাম সন্ত্রাস !
তোমাকে নিয়ে কাব্য করার
সময় কোথায় বন্ধু ?
ভাষা থাকলেও ভাবের অভাব,
ছন্দ - ?
সে তো আধুনিক গদ্দ্যের দ্বারে মাথা কুঁড়ছে,
তুমি কাব্য ও নও কল্পনাও নও
তুমি একান্তই বাস্তব - ত্রিকালের বিষ্ময় !
আমার সবুজে সাজানো সাহিত্যের পর্ণ কুটির
বড় বেমানান,
তোমাকে সাজানোর সমস্ত অলঙ্কার
কেড়ে নিয়েছে সময় - ব্যাস্ততা
যা আছে তা অতি নগন্য -
ব্যথা যন্ত্রনা আর একাকীত্ব
যা শুধুই আমার-