যদি ভাবো ভালো আছি- তবে তাই!
যেন চেনা পৃথিবী থেকে অনেক দূরে
কোন এক নির্জন দ্বীপে একলা আমি
বুকের ভেতর প্রেমের চিতায় পুড়ছে স্মৃতি
ছাই হয়ে গেছে স্বপ্ন গুলো,
তবু যদি ভাবো ভালো আছি- তবে তাই!


আজও চায়ের কাপটা পড়ে আছে
শুধু ধুয়ে গেছে তোমার ঠোটের ছোঁয়া,
আমার স্বপ্ন গুলো ধুমকেতুর মত উধাও
ঝরে গেছে আকাশের বুক থেকে!
তারাদের নিঃশব্দ খেলায় আজো তোমায় খুঁজি
ফাঁকা বারান্দায় জোনাকির আলোয়
তোমার জন্য অন্তহীন অপেক্ষা -
জানি তুমি আসবে না কোনোদিন!
তবু যদি ভাবো ভালো আছি- তবে তাই!


এতো ব্যাস্ততার ভীড়ে নিস্তব্ধ আমি
থেমে গেছে জীবনের সব গতি
কুয়াশায় ঢাকা জিবনের লক্ষ্য
আছড়ে পড়ছে নিষ্ঠুর পাথরে!
ঘুমের চোখে লেখা আছে তোমার নাম
মরুভূমির মতো শুন্য বুকে
মনহীন প্রানটা পড়ে আছে একা,
এ যদি ভালো থাকা হয়!
তাহলে তোমার ঈশ্বরকে বলো
এ জীবন যেন কাউকে না দেয়!


তোমার ইশ্বর আমাকে দেয়নি কিছুই
ব্যার্থতার আকাশে উড়ছে পতাকা
এই পৃথিবীর এক কোনে আমি একা
প্রেমহীন প্রাণহীন জীবনের রঙটা ধুসর-
সাদা কালো রামধনুতে আঁকা তোমার ছবি,
অপবাদের পাষাণ প্রাচীর চেপে ধরেছে শ্বাস
প্রান পাখীটা খুঁজছে মুক্তির ঠিকানা-
তাও যদি বল ভালো আছি- তবে তাই!