দুপুরের পোড়া রোদ ব্যস্ত ট্রাফিক যাম
এসি জানলায় হাত পাতে পায় নাতো দাম!
ফুটপাতে বেড়ে ওঠা ধুলো মাখা দেহ
ওদের চাওয়া পাওয়া রাখে নাতো কেহ!
ট্রাম থেকে বাস ঘুরে অফিসের রাস্তায়
জীবনটা কেটে যায় ছেঁড়া এক বস্তায়,
হাত আছে পা নেই কেউ বা ওরা অন্ধ-
এইখানে বসিস না গায়ে তোর গন্ধ!
রাস্তার গলিতে হাত পেতে থাকে
দেখেও যেন দেখি না হাত চাপা নাকে,
এক টাকা দুই টাকা দিতে এত কষ্ট
ভাগ্যের খেলাতে জীবনটাই নষ্ট!
কেউ বলে দিস না ওটা ওদের ব্যবসা
ছানি পড়া চোখটা দেখে আরও ঝাপসা,
বোবা মুখে হাহাকার চায় দুটো পয়সা
ব্যর্থ জীবনটা পায় না আর ভরসা!
ঝড় আসে ভেঙে যায় চোখে নামে বৃষ্টি
কেন এই ব্যবধান কেন এই সৃষ্টি?
ঘর নেই দোর নেই কেউ তো না খোঁজে
ফুটপাতে শুরু হয় থেমে যায় ব্রিজে!