সুদূর প্রান্তরে বিছানো তোমার স্বর্ণাঞ্চল।
নদীর ঘাটে ঘাটে যে প্রবাহ জীবনের,
সমুদ্র-নদীর জলে জীব্ন চঞ্চল।
মিলে ছিল প্রাণ, প্রাগৈতিহাসিক যুগের।


আঁধার বহ্মাণ্ডে এলো রূপের আলো,
সংঘাতে হল ট্লমল-নক্ষত্র গ্রহে।
জ্বেলেছো তোমার আঁধার ঘুচানো আলো।
সময়ের বেড়ি দিলে আলোহীন দেহে।


বৈচিত্র্যের মধ্যে প্রকাশ তোমার।
গ্রীস-মিশর মহেঞ্জোদড়ো-হরপ্পায়,
আগুন জ্বাললো যে দিন মানুষ, সে কি বিস্ময়,
গড়লো চাকা থামেনি আজো মহাকালের।


বরফের দেশে, সমুদ্রের নাচে, কখনো আবার
মরু জাহাজের পায়ে তোমার আর্তচিৎকার।
দিশাহীন, অসহায় সতী আগুনে পোড়ে,
মর্ম গভীরে তোমার অনুভব নিত্য যে জ্বলে।


* 'আশা নাও' পত্রিকায় তৃতীয় বষ, বষবরণ সংখ্যায় প্রকাশিত (দিল্লী, গাজিয়াবাদ)।