বিচ্ছেদের সুখ
———————
             সুপ্রিয়া চৌধুরী
              —————-
সে যে ঘর আলো করা  নয়নের মণি
আদরের শিশু কন্যা,-
মুখ ভরা হাসি আধোআধো বুলি,  
জাগায় খুশীর বন্যা।
হাঁটিহাঁটি পায়ে দিন চলে যায়,
বছর যে যায় পেরিয়ে-
মায়ের খুশীর বাঁধ ভেঙে যায়, খুশীতে
যায় সে হারিয়ে।


শৈশব, কৈশোর পেরিয়ে অবশেষে,
নতুন জীবন ডাকে তাকে এসে!
খুঁজে নেয় তার জীবন সঙ্গী, স্বপ্ন এখন
শুধুই রঙীন-
বেজে ওঠে যত শঙ্খ সানাই,
চারিদিক ঘিরে আলো রোশনাই,
নানা উৎসবে পূজা আয়োজনে,
বাঁধা পড়ে সে বিবাহ বন্ধনে।


দিন কেটে যায় মহা উল্লাসে- নতুন ঠিকানায়
পাড়ি দেবে সে-
বেজে ওঠে তাই বিদায়ের সুর,
করুন হলে ও,
সে যে বড়  সুমধুর।
মায়ের ভারাক্রান্ত মন খুঁজে পায় সুখ,
ভেবে নববধূ কন্যার রূপ।


প্রার্থনা করে দিয়ে মন প্রাণ,
শুভময় হোক নতুন জীবন।
এটাই নিয়ম এগিয়ে চলার,
পিছুটান বুঝি রইল না আর।
নতুন প্রজন্ম কে জানায় বিদায়,
মুখে হাসি নিয়ে অশ্রুধারায়।
————————————-