যখন বৃষ্টি নামে
—————
        সুপ্রিয়া চৌধুরী
       —————
যখন বৃষ্টি নামে-
যেনো আকাশ থেকে মুক্তো ঝরে
অঝোর ধারায় পাতার পরে গাছের ডালে।


যখন বৃষ্টি নামে-
মাটি যেন তৃষ্ণা মেটায়
সোঁদা মাটির গন্ধ বলে আয়রে কোলে।


যখন বৃষ্টি নামে-
টিনের চালে টুপ টাপ টিপ
যেনো দাদরা তালে ঠেকা বাজে গানের তালে ।


যখন বৃষ্টি নামে-
নদী নালায় জল ভরে যায়
হাঁসেরা সব সাঁতার কাটে সদলবলে।


যখন বৃষ্টি নামে-
তোমার গায়ে আমার গায়ে
খুশীতে সব ভুলে যাই ফিরে যাই শিশু কালে
——————————-


আসরের প্রিয় কবি বোন রীণা বিশ্বাসের  (হাসি) কবিতা “যদি বৃষ্টি নামে” কবিতায় মন্তব্য করতে গিয়ে
দু লাইন লিখি। সেই কবিতার অনুপ্রেরণায় লেখা হয় কবিতাটি। প্রিয় কবি বোনকে ভালবেসে লেখাটুকু উৎসর্গ করলাম।