নর ও নারী ময়া সৃষ্টম
স্ত্রী ও পুরুষ আমার সৃষ্টি
আমি প্রকৃতি আমি বৃ‍‍‍‌ষ্টি
ছিল না যখন রামধনু সাত রঙ্গ
খসা তারার থেকে বীজ নিয়ে
পৃথিবী আমার গর্ভে এক লাভাপিন্ড
নিশ্চিন্তে নিস্পাপ শিশুটি ঘুমিয়ে
প্রসব কাটল পেটের জল খসল
সাত সমুদ্র তেরো নদী ভাসল
সদ্যোজাতকে নিয়ে আমি নিঃসঙ্গ
আকাশ বাতাস তখনও এক বীষভাণ্ড
সৃষ্টি আমার ধর্ম পালন আমার কর্ম
ব্যাপক আকার পেল আমার সৃষ্টিকাণ্ড
শ্যাওলা জন্মাল, জন্মাল লতা ও গুল্ম
সুন্দর ও বাসযোগ্য হোলো পৃথিবী
তবুও আমার ইচ্ছে হোলো নাকো পূর্ণ
কী একটা যেন থেকে গেলো বাকী
মননে খুঁজলাম এক সঙ্গী
চিন্তনে রূপ পেল এক পুরুষ
কামাতুরা হয়ে গেলাম আমি
ও মাতাল আমিও মাতলাম নেশায়
সৃষ্টি হোলো প্রান একের অধিক
সৃষ্টি আর রকমারি সৃষ্টি চারিদিক
উদ্ভিদ ও প্রাণী হয়ে উঠল পরিপূরক
দুয়ে মিলে পৃথিবী প্রানবন্ত হয়ে উঠল
একের পর এক কল্পপুরুষ মিলল
মনন ও চিন্তনে ছেদ পড়লো
১৬ কলা পূর্ণ হল তবুও যদি সৃষ্টিকাম নিভল
৬৪ কলা শিখলুম, ভাঙল মোর সত্তা
প্রকৃতির নিয়ম ভেঙে এখন আমি স্ত্রী
পুরুষ আমার হর্তা কর্তা বিধাতা
প্রথম পুরুষ কবেই গেছে ছেড়ে
সে প্রথম প্রেম আমার আজও মনে পড়ে
শুনেছি ব্রহ্মের খোঁজে আজ সে ব্রহ্মচারী
নিত্যনতুন পুরুষে আমি আজও দিই পাড়ি
প্রকৃতির কোলে ভালো ছিলাম আমরা
অলীক সৃষ্টির তাড়নায় জীবনটা ছন্নছাড়া
ডর করে মোর পাছে কেও নষ্টা বলে গালে
কিছুই নেই তোমাদেরকে বলার আমার
শুধু একটু তরস খেও আমার এই হালে
সৃষ্টি তোমার ধর্ম পালন তোমার কর্ম
মা শিখিয়েছিল কোন এক কালে
তাই করে চলেছি দিবাঅস্তচলাচলে
নষ্টা ডাকবে না স্রস্টা তোমাদের দৃষ্টি
তোমরা আমার সৃষ্টি
আর্টিস্ট বা রেপীস্ট
সেটা তোমাদের কৃষ্টি
প্রকৃতির মন্ত্রে দীক্ষা দিলাম
তুমিও আজ থেকে স্রস্টা
সৃষ্টি তোমার ধর্ম পালন তোমার কর্ম
স্ত্রী ধর্ম পুরুষ ধর্ম নয়কো  ভেন্ন ভেন্ন
ভুলে যাওত ক্ষণিক স্ত্রী-পুরুষ শারীরিক ভেন্নতা
কালের সাথে যুদ্ধ আমাদের আদি অনন্ত কাল
সৃষ্টি আর সৃষ্টি, শুধু সৃষ্টিই আমাদের হাল
শক্ত হাতে ধরি হাল, কাটাই শিথিলতা
সৃষ্টিকাম জ্বলতে থাকুক হোকনা প্রলয় আসন্ন
তোমার সৃষ্টি, আমার সৃষ্টি
বৃষ্টি করুক কালজয়ী সৃষ্টি

বিঃ দ্রঃ সৃষ্টি বলতে শুধু জনসংখ্যা নয়