কোষ হল সকল জীবের গাঠনিক এবং কার্যকরি একক
কর্ক কোষের প্রথম আবিষ্কার করেন বিজ্ঞানী রবার্ট হুক
কোষের উপাদানসমূহের অন্যতম নিউক্লিয়াস ও নিউক্লিওলাস
এতে জিনের বংশগতিক পদার্থ ডিএনএ ও আরএনএর বাস
লবণাক্ত সাইটোপ্লাজম অধিকাংশ আয়তন দখল করে থাকে
প্লাজমা ঝিল্লি, কোষ প্রাচীর এদের  পৃথক করে রাখে
বাকী সবাইকে একত্রে প্রোটোপ্লাজম বলা হয়ে থাকে
চলো দেখে নিই বাকীদের একফাকে
রাইবোজোম  আদি কোষ বা প্রকৃত কোষ উভয়েই বর্তমান
এদের কাজ মূলত প্রোটিন সংশ্লেষণ এনারা তাই বানান
গলগি বস্তুর কাজ  সংশ্লেষিত প্রোটিন ও লিপিডের পরিবহন
সেন্ট্রোজোম সাইটোট্রাফিক সামলায় দিয়ে পথনির্দেশন
লাইসোজোম কোষকে টক্সিকমুক্ত রাখে ব্যাক্টেরিয়া ভাইরাস ধৰংন স করে
মাইটোকন্ড্রিয়া কোষের শক্তিঘর শক্তি তথা ATP সংশ্লেষ করে
বিক্রিয়াগুলোকে ক্রেবস চক্র ও ইলেক্ট্রন ট্রান্সপোর্ট চেইন বলে
ক্লোরোপ্লাস্ট মূলত গাছের পাতায় উদ্ভিদ কোষে থাকে
সবুজ রঙের এই প্লাস্টিডগুলিতে সালোকসংশ্লেষ ঘটে
কোষগহ্বরে অতিরিক্ত জল, খাদ্য স্টোর করা থাকে
না লাগলে পরে কোষগহ্বর যেতে পারে ফেটে
এই ত হল কোষ বর্নন আসল খেলা কোষ বিভাজন
জন্ম মৃত্যু আমরন শরীরে চলে দুই প্রকার কোষ বিভাজন
এক বাডিং বা মাইটোসিস দ্বিতীয় মিয়োসিস  বা  প্রজনন
কোষে কোষে জাল বুনে টিসু তৈরী করে
লক্ষ কোটি  টিসু মিলে অঙ্গ প্রত্যঙ্গ গড়ে
সারা দেহে কোটি কোটি  কোষ তারা সবাই সবার থেকে আলাদা
ভ্রনবস্থার স্টেমসেল সর্বত্র মিশে যেতে পারে সকল কোষের দাদা
কোষেদের কোষাধ্যক্ষ মস্তিস্ক, অনেকটা জানলেও বাকীটা অজানা
স্নাষু জংশন আর কেমিক্যাল ফ্যাক্টরী এখানেই জন্ম, চেতনা বা ভাবনা