ঈশ্বর কনা
৪ জুলাই, ২০১২ বিজ্ঞানের ইতিহাসে একটি স্বর্ণময় দিন ছিল
হিগস বোসোন তথাকথিত ঈশ্বর কনা সেদিন আবিস্কার হল
তারপর সময়ের পথে তিনটি বছর কেটে গেছে
জানিনা সে থেকে কে কতটুক ঈশ্বর পেয়েছে
দুর্লভ ঈশ্বরকে পাওয়া কি অতটাই সোজা ?
অনাদিকাল চলেছে, চলবে, কনা কনা খোঁজা
১৪ বিলিয়ন ডলার খরচ হল, ফিজিক্‌স কিন্তু নাছোড়বান্দা
এলএইচসি আবার চালু হবে সমাধান করতে সৃষ্টি ধাঁধা
বিগ ব্যাং বলে ১৩,৮০,০০০ কোটি বছর আগে শূন্য থেকে শুরু সৃষ্টি
তার ঠিক সাড়ে তিন মিনিট পড়ে নেমেছিল শক্তির বৃষ্টি
মিলিয়ন ডিগ্রি সেন্টিগ্রেড সেই তেজীয়ান শক্তির ছটা
টেলিস্কোপ দিয়ে যাবে নাকো দেখা তা যতই কর ঘটা
সৃষ্টির প্রথম তিন লাখ বছর লেগেছিল ঠাণ্ডা হতে
বিশ্ব ব্রহ্মাণ্ড ভরে গেছিল অতিকায় নক্ষত্রে
তারপরে যখন মহাকাশ পরিস্কার হল
চুয়ে চুয়ে আলোর ফোটন বেরিয়ে সেই যে এল
১৩,৮০,০০০ কোটি বছর পরে আজ টেলিস্কোপে ধরা দিল
কি গল্পটা একটু বেশী আজগুবি শোনাল ?
হাবল টেলিস্কোপ আর আলোর রেডসিফট তাইত দেখাল
বেলুন ফোলালে ছিট গুলো যেরকম চারদিকে ছড়িয়ে পড়ে
ফুলন্ত মহাকাশে, আলো খরগোসের মত না ঘুমিয়ে
আলোর বেগে দৌরেও কচ্ছপরুপী মহাকাশের কাছে হারে
অতীতের কুলীনরা বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মা, অতঃপর ব্রহ্মা ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছিল
বিজ্ঞানীরা ১ নিউক্লিয়াস থেকে ৪৬,০০,০০০ কোটি আলোকবর্ষ মহাকাশ গড়ে দিল
বেলুনটা কে ফোলাল? কার বুকের পাঁজরে এত হাওয়া?
তাবড় তাবড় বিজ্ঞানীদের প্রশ্ন করলেও উত্তর যায়না পাওয়া
বেলুনটা ফোলানোই ছিল বলতে বাবুদের আপত্তিটা কোথায়?
তাহলে যে অংকের আঁতে লাগে, সরাসরি মহাশূন্য অসীম বলতে হয়
ঘুরিয়ে বলতে নেই বাধা অংকের ভুলে ব্যাপারটা একটু রাখা ঢাকা থাকে
পরীক্ষা নিরীক্ষা করে উত্তরটা সঠিক জানা গেলে গুঁজে দেবে ফাঁকে
থাক শিশুরা অভুক্ত, বিজ্ঞান ও বুজরুকির পার্থক্য এটুকুই রইল
আরও খোঁজার নামে আরও ১৪ বিলিয়ন ডলার স্যাংসান হইল
খোঁজ খোঁজ আরও কত খুঁজবি, খুঁজে খুঁজেই মরবি
বিরাটরূপে কৃষ্ণ বলেছে ৩/৪ ভাগ তবু জানতে নাহি পারবি
যদি বেদ গীতা অপৌরুষেয় নাও ধরি, নতুনকরে চাকা আবিষ্কারে ক্ষতিই হইল
শতকরা জানার ভাগটা ৪ শতাংশে নামিল, অজানার ভাগটা ৯৬ শতাংশে বাড়িল
একি বিজ্ঞানের তথা আমাদের অগ্রগতি না পশ্চাদপসরণ
আপনি লাইনে আছেন উত্তর জানার জন্য অপেক্ষা করুন
বিগ ব্যাং ইনফ্লেসান মডেল যদি অংকের ভুল হয়, পশ্চাদপসরণই বটে
অসীম ব্রহ্মাণ্ড অসীম থাকে, তারই মধ্যে নিঃশব্দে প্রলয় যাচ্ছে ঘটে
এটাই প্রকৃতি ও পুরুষের ভাঙা গড়ার খেলা
কোরান-বাইবেলের বিচার দিবস এতেও থাকে ধরা
বিজ্ঞানীরা পরীক্ষা করুন, করবেন না রাগ আমার বচনে
আজ যা বললাম কাল ও তাই বলব পালটাব না ক্ষণে ক্ষণে