প্লেটো জেনেছিল সক্রেটিসের থেকে
সক্রেটিস শুনেছিল মিশেরর ধর্মযাজকদের মুখে
আশ্চর্য এক দেশের কথা
প্রায় আয়তাকার দেশটা উত্তরে চাপা
কেন্দ্রে ছিল আশ্চর্য এক মায়ানগরী
চারপাশে ছিল বৃত্তাকার জলের প্রহরী
জল ছিল কেলাসের মত পরিস্কার
স্থল তার স্বর্নমুদ্রার ন্যয় বালুকাময়
সেই মায়ানগরী করতে আবিস্কার
আমেরিকার উপকূলে কলম্বাস হারিয়ে যায়
আরও কতজন আটলান্টিসের খোঁজ দিয়েছে
প্লেটোর বর্ননার কাছে সবই নকল বেরিয়েছে
আসলটা একরাতে কোথায় যে তলিয়ে গেলো
কেউ আছে ডিটেকটিভ তা বাতলে দিলো
সবাই এখন গ্রীসের রুপকথা বলে উড়িয়ে দেয়
মন তবু খটকায় কোনোটাই কাল্পনিক নয়
যদি ট্রয় নগরীর খোঁজ পাওয়া যায়
তবে হয়ত আটলান্টিসও অবাস্তব নয়
যদি ভারতের মানচিত্রটা উলটে ভাবা যায়
তবে তা অনেকটা আটলান্টিস দেখায়
খ্রীষটপূর্ব ১৩০০০ বছর বা তারও আগে জম্বুদ্বীপ নামে
ভাসছিল আফ্রিকা ও ইউরেশিয়ার মাঝে
ভূগর্ভের ঘূর্নিতে একদিন তা ধাক্কা খেল এশিয়াতে
সেই ধাক্কায় মেরুপর্বত বদলে গেল হিমালয়ে
সপ্তসমুদ্রে সপ্তদ্বীপ, ব্রহ্মপুরী, ইন্দ্রপুরী সবই মিলায়ে
আটলান্টিস বদলে হল ভারতবর্ষ
কেউ যদি গুলায়ে বলে সব ভন্ড
তবে তাকে আমার একটাই প্রশ্ন
সেই সময় পান কোন্ সভ্যতার চিহ্ন
ওরা যতই বলুক ৬৫০০ বছরের ইতিহাস
পারস্য, ব্যবিলন, মিশর, মায়া, চীন
ভারতীয় ইন্দু সভ্যতা হল সর্বপ্রাচীন
নেই এতে কোনো সন্দেহের অবকাশ
যখন লেখার কাগজ ছিল না
না ছিল যখন মানুষগুলো এত জটিল
তখন ভারত হতে মিশর হয়ে গ্রীস
সামান্য হলেও মুখে মুখে যতটা যেত রটে
সত্যযুগে হতেই পারে পুরোটাই সত্যি বটে
এখন তবে কলির কাল বড় কূটিল
তথ্য পাবেন উইকিপিডিয়া ঘেটে