তোমরা যে বল রিলেটিভিটি রিলেটিভিটি
রিলেটিভিটি কারে কয়, সেকি পার্থিব নয়
যদি তা মহাজাগতিক, তবে কত আলোকবর্ষ গড়ায়
যদি তা অন্তহীন অনন্ত, তবে সময়ওত হত অফুরন্ত
কিন্তু দূরন্ত সে ধরা, কেবল দূরবীনে পাওয়া নাগাল পর্যন্ত
তবে নাগালের বাইরে যা কিছু বাকী থাকে
দূরবীনে দেখা অর্ধসত্য নয়, সত্যি যা বাকী থাকে
কে জানান দেবে সেই ধ্রুব সত্যটাকে
ব্রহ্ম সত্যি জগত মিথ্যা, আর মায়ার মায়াবিকতা
সবই তো চেতনা নির্ভর আপেক্ষিকতা
দোদুল দোলে সর্বদা এপাশ ওপাশ
পড়ে যায় না কেনো? কোনো একটাতে ধপাশ
শুনেছি বুদ্ধ পড়েছিল মায়ার গহ্বরে
ফিরে এসেছিল চেতনাকে ফুল দিয়ে ঠকিয়ে
আমিও মায়ার জালে আটকে, আমি ফিরব না
মিথ্যাটাকে আরেকটা মিথ্যা দিয়ে ঢাকব না
চেতনাকে বলব মিথ্যাটাকেই সত্যি করে নে
তাছাড়া ফিরে গেলে, বুদ্ধু বলে সবাই উঠবে চেঁচিয়ে
সত্যিটাকে বড় ফাঁকা লাগে, লাগে এক মহাশূন্য
আমার চেতনায় কিছু একটা ঠেকে
অন্ধকারে ঠাউর করে উঠতে পারিনা
ঠান্ডা এক অনুভূতি, আপেক্ষিক নয়, সূক্ষ্মতিসূক্ষ মনে হয়
তলানিতে এসে আটকে যায় সম্পূর্ণ
ব্রহ্ম নয় এটা আমার জড়চেতনারই এক অংশ
জড়চেতনাকে বুদ্ধি দিয়ে ঘষে মেজে
অগ্নি দিয়ে তপ্ত করে, বর্ষা দিয়ে ঠান্ডা করে
বায়ূ দিয়ে শুকিয়ে, আকাশতলে যুগযুগান্ত ভেসে
জেনেছি আমিই ব্রহ্ম আমিই বুদ্ধ
আমিই ঈশ্বর আমিই আল্লাহ
আমিই মানুষ আমিই দেবতা
আমিই পাপী আমিই শুদ্ধ
আমিই পুরূষ আমিই নারী
আমিই জিতি আমিই হারি
পণ নিয়েছি বলে, বারে বারে ফিরি
জড়চেতনায় এনে দিতে হবে প্রান
আমিই প্রোটন আমিই ইলেকট্রন
আমিই কোয়ার্ক আমিই লেপটন
আমিই বোসন আমিই ফার্মিয়ন
আমিই নতুন থিওরি লিখি পুরানোটাকে ছিড়ি
জড়চেতনায় এনে দিতে হবে বিজ্ঞান, এনে দিতে হবে প্রান.