এক অদ্ভুত আলো নেমে এসেছে প্রকৃতির গায় ।
পণ্ডুর আকাশ নীলিমায় ভরে উঠছে।
কনকনে থাণ্ডায় অসাড় হাইওয়ে,
নিস্তব্ধ চারপাশ!
ওই দূর থেকে ভেসে আসে মধুর নিক্কণ।
ছাড়লাম হাইওয়ে, ধরলাম রাঙামাটির পথ
হয়তো খুঁজতে ওই নিক্বণের উৎস,
কিংবা কোনো নির্জন নিকুঞ্জ,
যেখানে রয়েছে একটি নিদ্রা হারা শুকতারা।
নাবাল মেঠো পথ যেন নৃত্যরত নাগিন!
নাগা সন্নাসীদের পায়ে পা মিলিয়ে
পেরিয়ে চলেছি পাহাড় বন নদী,
নিগৃহীত অতীত পিছনে ফেলে
শেষ কি হবে? আমার পথ! খুঁজেকি পাব?
ওই নিক্কণের উৎস, কিংবা ওই নির্জন নিকুঞ্জ !
যেখানে নিদ্রা হারা, আমার শুকতারা।