আজ ও তোমাকে দেখি রক্তলেখা-
প্রাচীরে প্রাচীরে মধ্যবিত্তের দেওয়ালে
ইলেক্ট্রিক খুঁটিতে চায়ের দোকানে
দৈনিক আনন্দবাজারের পাতায় পাতায়।


গাছের বাকলে, শতাধিক পুরুষের
নখের আঁচড়ে খোদাই করা তোমার নাম।


এখন আর চাঁদ দেখো রক্তলেখা?
মনে পড়ে?


নদীর পাড়, আবছা আলো, হাতে হাত-
জ্যোৎস্না স্নান,
একটি চাঁদ, দুটো মুখ ভীষণ প্রিয়।
আজ তুমি চাঁদ খোঁজো হাতের মুঠোয়।


রক্তলেখা- তুমি আর তুমি নেই।
নেই তোমার বিবেক নেই চেতনা।
গরীব কৃষকের শক্ত হাড়ে তৈরি
স্বপ্ন-সোপান বেয়ে--
আজ তুমি অনেকটাই উপরে।
আর তোমার কোমল তালুর নিচে
পিশে মরে লক্ষাধিক যুবকের স্বপ্ন শিশু।