কোন তফাৎ পাইনি খুঁজে ধর্ষণ ও প্রতিবাদে।
কেউ মেটায় শরীরে আশ, কেউবা মেটায় মনে।
কারোর চিন্তা খাঁচায় বন্দী কারো দুর্ভেদ্য বনে।
কারো চিন্তা ঝুলে আছে দা-হাতুড়ি তৃণমূলে।
কারো চিন্তা পদ্মগোখর প্লাস্টিকের পদ্মফুলে।
চোখ মেলে দেখি, বিভৎস সেকি.....!
কারো প্রতিকার হাতে তলোয়ার,
প্রতিবাদ কারো মোমবাতি হাতে।
রাজপথ এক, ফুটপাত দুটি। যদি মাঝপথে চলি,
দেখি, একদল পালে রাম নবমী, একদল দীপাবলি।