আকাশ ছোঁয়ায় সবুজ প্রকৃতি,
বাতাস মেঘলা ধুলো বৃষ্টি!
স্পর্শ করে সোনালী আলো,
গাছপালাদের ছায়া ভালো!
শুনছি পাখির মধুর গান,
বইছে বাতাস সুনসান!
নাচছে ময়ূর পেক্ষম খুলে,
হাঁটছে বাঘ ঘন জঙ্গলে!
প্রজাপতি মেলে রঙিন ডানা,
ফুলে ফুলে খোঁজে মধুর বীণা!
দুলায় বাতাস কলাপাতা,
বসছে ব্যাঙ উপরে ছাতা!
পড়ছে হলুদ রাধাচূড়া ফুল,
ফুটছে লাল কৃষ্ণচূড়া মকুল!
মেঘলা বেলায় আলোর ছোঁয়া,
সারা পৃথিবীর রামধনু ধোঁয়া!
            >☆<
~~~~সূর্য্যিন্দুদীপ রাজ~~~~~