ধর্মসংকটে একাদশী;
জানে না সে কিছুবেশী!
জোর করে টেনে আনে তাকে,
অন্য ধর্মের উপবাসে;আগুনে সেঁকে,
ছিঁড়ে খায় ধার্মিকের দাড়ি এঁকে!
তবু সে একা একা,
ক্যালেন্ডারে দেখা,
লাল ছুটির প্রতিবাদ করে!
ধার্মিকের কেন সে দাসী?
তার জন্য ব্রতী একাদশী,
খালি পায়ে,উপবাসী,
হেঁটে চলে,তপ্ত পাথুরের পথে পথে,
হিন্দু মন্দিরের দিকে!
একাদশী ব্রতচারী,
উপবাসে যে নারী!
তবু কষ্ট পেতে হয় তাকে,
নিজও স্বামীর ঘরে,
ধার্মিক অত্যাচারে!
ধর্ম সংকটে পড়ে;
ঐ নির্বোধ অবলা নারী একাদশী,
গো মাংস ভক্ষন করে!
হয়তো আর ক্ষমা করবে না,
সমাজ তাকে কোনোদিন ঘরে তুলবে না!
হতে হবে তোকে বিদ্রোহী নারী!
                  >☆<
~~~~~~~~সূর্য্যিন্দুদীপ রাজ~~~~~~~~~