জ্যোৎস্না রাতে যখন আমি একলা ছাদে,
ইন্দু হাঁটে ঐ আকাশে মিষ্টি হেঁসে!
পূর্ণিমাতে একটু একটু ভালোবেসে,
তখন হাতে একটি মোবাইল ফোন আসে!
বন্ধু বলে থাকবো আমি তোমার পাশে।
ঐ আকাশে চাঁদ যেমন মিষ্টি হাঁসে!
ঠান্ডা বাতাস শীতল স্পর্শ একলা রাতে,
সুগন্ধ ফুল মন সাগরে ঢেউ তোলে।
পাশে এসে বসে এক লক্ষ্মী পেঁচা,
শোনায় গান মধুর মধুর তার কবিতা।
বন্ধু আমি বুঝি তোমার যে কি ব্যথা!
হয়তো কেউ ছিল মনে আজ একা।
রূপালী চাঁদ রামধনুর আজ দেখা,
পূর্ণিমাতে মিষ্টি হাঁসে ইন্দু লেখা!