তপন ভালোবাসায় ডুবে থাকে |
ভালোবাসা তপনের রক্তে!
সেবার টিয়ে উড়ে গেল
শূন্য খাঁচা রেখে,
খাঁচা পেল টিয়ের ভালোবাসা
তপনের বুকে |


বেশিদিন নয় |
তপন ফিরল ময়নার সাথে,
খাঁচা জায়গা দিল তাকে!
একদিন ময়নাও টিয়ের কাছে পাড়ি দিল!
শূন্য খাঁচা তপনের সাথী হল |
তপন আবার খুজল চারিদিক
আবার ব্যর্থ হল !
তারপর আরেকদিন ফিরে এল
আরেক টিয়ে নিয়ে !
সে টিয়ে নাকি পালাবে না কোনোদিন!
যেমন তার রং তেমনি সুন্দর ডাক!!


খাঁচা এবার একলা |
এ টিয়ে খাঁচায় থাকে না
উড়তেও পারে না
শুধু ডেকে ডেকে ডানা নাড়ে
যখন তপন টিয়ের চাবিটা ঘুরিয়ে দেয়
উত্তর থেকে দক্ষিণে !