স্বপ্ন কি কভু অঙ্ক কষে,
আসতে চায় চোখের পাতায় ?
আসত যদি এইভাবে সে !
স্বপ্নমালিক হত অসহায় !
চাইত সে দেখতে, প্রভু !
আছে যা না পাওয়া,
আসত স্বপ্ন বাস্তব মেপে
ভাসিয়ে তার সকল চাওয়া !!


দুখী হৃদয় হাসতে পারে,
স্বপ্নের দেশে মিশে গিয়ে ;
স্বপ্নে অশ্রু ভেজাত পাতা
আসত যদি বাস্তব হয়ে !
'সুখ স্বপনে' এই কথাটাই
হারিয়ে যেত অনেক দূরে;
স্বপ্ন যদি অঙ্ক কষে,
আসত কাছে, চোখের ঘরে !!!