গল্পের গরুদের সরু সরু পা।
দু'কানে দোদুল দোলে কনকচাঁপা।
ভীষণ লাজুক তারা, নড়েচড়ে কম,
উস্কানি পেলে করে বকম বকম।
বুঝিবা উড়াল দেবে লুপ্ত ডানায়,
এখনই সামিল হবে গুপ্ত হানায়।
চাঁদপানা মুখখানা হাসি মাখোমাখো,
ভুলেও গোয়ালে তারা কভু যাবে নাকো।
ভালবাসে ফুলফল, ভালবাসে পাখি।
বাহরে, আহরে! দেখ ঢুলুঢুলু আঁখি।
মুখ্যত গরুরাই গরু চিরকাল;
খড়কুটো খেয়ে তারা ঘটি ও বাঙাল।
গল্পের গোরুগণ ওঠে শুধু গাছে;
আবডালে খেলা করে, গান গায়, নাচে।