আবার এলাম ফিরে
চেনা সেই সাগর তীরে
              ভিজিয়ে নিতে দু‍‍টো পা ।

আজ তুমি নেই সাথে
ঢেউ ভেঙে এগিয়ে যেতে
             ছুঁয়ে নিতে ভেজা গা ।।

ঝাউ-ছায়া তেমনি আছে
শুধু তুমি-আমি নেই কাছে
             দেখি বসে ভিন্ন যুগল ।

স্মৃতিরা সব লহর তোলে
কেমন করে থাকি ভুলে
             সুখের সে সব বিকেল ।।

আজ আমি সাথী হারা
সাগর ঢেউও বাঁধন হারা
            চলতে পারি না এক সাথে ।

বেঁধেছো কি নতুন ঘর?
আমায় করে দিয়ে পর!
            ঘুম যে আসে না সব রাতে ।।