ছেলেবেলায় সবাই যখন শিখেছিল নামতার বুলি ,
অ-আ-ক-খর শ্লোকের থেকে আপন লাগতো প্রকৃতির বুলি ,
ডালে বসা কাকের কা যে মন টানত অদ্ভুত মায়াজালে ,
পায়রার বকুম ডেকে স্যারের বকুনি ভুলে জেতাম আপন খেয়ালে ।


ধীরে ধীরে রপ্ত হল হরেক পশু-পাখির কথা ,
তাদের সাথে কথা বলে ভুলেছিলাম লেখাপড়ার কথা ,
নদীর পাড়ে দাঁড়িয়ে বাঘের ডাকে কখনো ভাগাতাম পরের ছাগল ,
কখনো বাড়িতে বাঁদরের ডাকে বাবা বলতেন তুই যে হবি পাগল ।


লেখাপড়ার পাট চুকিয়ে বেছে নিলাম হরবোলা পেশা ,
পশু-পাখির বুলিতে সবাইকে আনন্দ দেওয়াই হল আমার নেশা ,
বাবার স্বপ্ন মত হতে পারিনি ঠিকই তার দেখা বড়মানুষ ,
তবুও আমার স্বপ্নে আমি বেড়ে হয়েছি আমার মত একটি মানুষ ।


কোকিল-পায়রা-ময়না-বুলবুলির ডাকে কেড়ে নি বাচ্চাদের মন ,
বাঘ-সিংহ-হাতির ডাকে মানুষের বাহবায় খুশিতে ভরে নিজ মন ,
আজ মনে হয় বাবা থাকলে হয়ত তিনি খুশি হতেন ,
নিজের মত মানুষ হওয়া ছেলের সংসার তিনি দেখতে পেতেন ।


দিনের শেষে কামানো উপার্জন নিয়ে ফিরি যখন নিজের বাসায় ,
দুয়ারে দাঁড়ানো মাকে দেখে 'মা' বুলি ডাকি ভালবাসায় ।