ও ভাবে বেজো না
যেভাবে বাজে মোহনবাঁশী,
মুখ তোল কেতকী...
বসন্ত এখন ঋতুমতী;
জানো না সমুদ্র বাউন্ডূলে?
তবুও সৈকতে রেখেছি পলাশ;
ও ভাবে নেচো না
যে ভাবে নাচে ময়ূরী,
পেতেছি কোল...পাতো চারুনখ
চোখ খোল কেতকী......
বসন্ত এখন ঋতুমতী।