অনেকক্ষণ কথা নেই মুখে
দুজনেই খোয়া গেছি প্রকৃতির বুকে

তারপর ঘন নীল চোখ তুলে
তুমি মাথা রেখেছিলে কাধে
বাস্তব প্রাসঙ্গিকতা ছেড়ে
ভালবাসায় ধরা দিয়েছিলে সেধে

কথা হয়েছিল, অতি সাধারণ কথা
সেখানে ছিলনা কাব্য কবিতা
ছিল সাধারণ কুশল প্রশ্ন
অতি তুচ্ছ একথা সেকথা

বড় প্রেম ছিল দুজনের বুকে
দুজনেই বসে বড় কাছা কাছি
মুখে ছিল বহু অস্ফুট কথা
সুনিবিড় স্নেহে তোর সাথে আছি

শরীর চাইল আরো নিবিড়তা
মন কে চাইল বিফল বোঝাতে
শরীর যে ছিল মনের শাসনে
প্রেম চেয়ে ছিল কাম কে ঠেকাতে

সেদিনের সেই দেহমুক্ত প্রেম
সাবলীল ভাসে জীবন স্মৃতির মন্থনে
প্রেম নেই চুম্বন, রমন , আলিঙ্গনে
প্রেম আছে চিন্তায়, উত্কন্ঠায়, বিরহ অদর্শনে