আজ খুন করবো
কিন্তু কাকে
ভয় আছে আমার
শাস্তির ভয়, নিজের মৃত্যুভয়
কিন্তু আজকে খুন করতেই হবে
প্রচন্ড হননেচ্ছা এ মোচড় দিয়ে ওঠে শরীর
শান দিয়ে রাখি পুরনো মরচে পড়া ছুরিটা
হাতে চমকে ওঠে , বুক ও চমকায়
কিন্তু শিকার কই
বিকৃত কামনায়ে চিরে ফেলি নিজের হাত
রক্ত দেখে লোলুপ হাসি ছেয়ে ফেলে মুখ
ভাবি নিজের বাড়তি কি আছে অপ্রয়োজনীয়
ভেবে বুক চিরে বার করে আনি বিবেক টাকে
মাটিতে ফেলে আরো কিছু আঘাত করি
হালকা লাগে