জগৎ তখন ঘুমে অচেতন
কিছু লোকজন তবু আছে রাস্তায়
রুজির খোঁজে
আলো আছে তবে আবছা মতন
বস্তির লোক ব্যস্ত তখন গানবাজনায়
কানা গলির ভাঁজে


একটি ঘরের আলোটা নেবেনি
দুজোড়া চোখ তাকিয়ে বাইরে
বাইরের গেটে তালাটা পড়েনি
মেয়েটি তখনো আসেনি যে ফিরে


আজও রাত হয়ে গেছে
প্রতিদিন ই ভাবে, আজ তাড়াতাড়ি বাড়ি ফেরা দরকার
মা বাবা মেয়ে
ছোট্ট বাড়ির ছোট্ট উঠোন ছোট্ট সে সংসার


একাকী তরুণী দ্রুত পথ চলে
গলির আঁধার ঘন হয়ে আসে
শ্বাপদ এর মতো কার চোখ জ্বলে
কার ফিসফাস ঘন নিঃশ্বাসে


হঠাৎ দুটি বর্বর হাত
চিৎকার চেপে ধরে
অসিত আঁধারে টেনে নিয়ে যায়
তার দেহ পাঁজাকোলা করে


সব প্রতিরোধ নিষ্ফল হয়
দেহ হলো বিক্ষত
সুনসান রাতে ভেসে গেলো সব
আকুল আকুতি যত


মাতৃ মূর্ত্তি কোমল মধুর
রমণী প্রতীক তার ই
তবুও আজ লালসা বিকারে
ধর্ষিতা হয় নারী


রাত আকাশের তারারা তখন
নির্বাক হয়ে দেখে
একটি নরক কীটের লালসা
কলঙ্ক দিলো এঁকে