দিন টা সেই দিন গুলোর মতো
যেদিন মনে হয় যে
আত্মা টা অন্য কারো শরীরে আটকে আছে


শরীর টা তোমার অধীনে নেই আর
তুমি বিছানা ছাড়তে চাইলেও
শরীর চাইছে না


কখন সন্ধ্যে হয়ে গেছে
আলো জ্বালা হয়নি
বিছানা টা যেন আমার সমাধি


হাত যেন বেডসুইচ পর্যন্ত যাচ্ছে না
নাকি এই উপভোগ্য অন্ধকার
আমি শেষ পর্যন্ত মেখে নিতে চাইছি


আলো একটা দায়িত্ব চাপিয়ে দেয়
যেন বলে সময় নষ্ট করো না
তুমি শুধু তোমার জন্য ভেবোনা
তোমার ভাবনা হোক অন্যেরা


অন্ধকার যেন মায়ের মতো
জঠরে নিয়ে সযত্নে ধরে রাখে
শান্ত অবসরে
দৃষ্টি ফেরাবার অবসর দেয় মনের গভীরে


আমার এখন সেই রকম
জঠরস্থ নির্বিকল্প অবস্থা
আলোর কর্মব্যস্ততা অবাঞ্চিত
চাই অন্ধকারের নিমগ্নতা


তাও  কাঁপাকাঁপা হাত বাড়াই
নিতান্ত অনিচ্ছায় অন করি সুইচ টা


জীবনে এই প্রথম মনে হলো
ব্রম্ভান্ড  আমার বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত নয়
বাইরের অন্ধকার অক্ষুন্ন থাকে
বরং আরো গাঢ় হয়ে মেশে মনের অন্ধকার


অন্ধকারের গর্ভ থেকে
আমার প্রসব আটকে দেয়
লোডশেডিং